মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

২০১৭ সালের অনার্স প্রথম বর্ষ (সংশোধিত) রুটিন।

২০১৭ সালের অনার্স প্রথম বর্ষ (সংশোধিত) রুটিন।
আপনাদের বুজার সুবিধার জন্য বিভাগ ভিত্তিক করে
দেওয়া হল।
# বিঃদ্র-পোস্টটি কপি না করে ট্যাগ বা শেয়ার করে
সবাইকে জানিয়ে দিন ।
বিভাগঃ হিসাববিজ্ঞান
০৯/১০/২০১৭ - স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের
ইতিহাস
১৪/১০/২০১৭ - বাজারজাতকরণের নীতিমালা
১৮/১০/২০১৭ - ব্যবস্থাপনার নীতিমালা
২১/১০/২০১৭ - ব্যাষ্টিক অর্থনীতি
২৫/১০/২০১৭ - হিসাববিজ্ঞানের নীতিমালা
০১/১১/২০১৭ - অর্থায়নের নীতিমালা
বিভাগঃ ম্যানেজমেন্ট
০৯/১০/২০১৭ - স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের
ইতিহাস
১৪/১০/২০১৭ - ব্যাষ্টিক অর্থনীতি
১৮/১০/২০১৭ - হিসাববিজ্ঞানের নীতিমালা
২১/১০/২০১৭ - ব্যবসায় পরিচিতি
২৫/১০/২০১৭ - ব্যবস্থাপনার নীতিমালা
০১/১১/২০১৭ - বাজারজাতকরণের নীতিমালা
বিভাগঃ ফিন্যান্স
০৯/১০/১৭-স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
১৪/১০/১৭ - ফিন্যান্সিয়াল একাউন্টিং ফিন্যান্স
১৮/১০/১৭ - ইন্ট্রোডাকনসন টু কম্পিউটার ফিন্যান্স :
প্রিন্সিপাল অব
২১/১০/১৭ - প্রিন্সিপাল অব মার্কেটিং ফিন্যান্স :
প্রিন্সিপাল অব
২৫/১০/১৭ - প্রিন্সিপাল অব ম্যানেজমেন্ট ফিন্যান্স :
মাইক্রো
৩০/১০/১৭ - ইন্ট্রোডাকসন টু বিজনেস ফিন্যান্স :
প্রিন্সিপাল অব
বিভাগঃ মার্কেটিং
০৯/১০/১৭- স্বাধীন বাংলাদেশের অভু্দয়ের ইতিহাস
১৪/১০/১৭- হিসাববিজ্ঞান
১৮/১০/১৭- কম্পিউটার
২১/১০/১৭- মার্কেটি
২৫/১০/১৭- ব্যবস্থাপনা
৩০/১০/১৭- ব্যবসায় পরিচিতি
বিভাগঃ অর্থনীতি
০৯/১০/২০১৭ -স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের
ইতিহাস
১৪/১০/২০১৭-মৌ.ব্যাষ্টিক অর্থনীতি
১৮/১০/২০১৭- মৌ সামষ্টিক অর্থনীতি
২১/১০/২০১৭- গাণিতিক অর্থনীতি
২৫/১০/২০১৭- অর্থনীতির জন্য পরিসংখ্যান
০১/১১/২০১৭ - সমাজকর্ম পরিচিতি
বিভাগঃ সমাজকর্ম
০৯/১০/১৭ স্বাধীন বাংলাদেশের অভূদয়ের ইতিহাস
১৪/১০/১৭ সমাজকর্মের ভূমিকা
১৮/১০/১৭ বাংলাদেশের শিক্ষা: ইতিহাস,সংস্কৃতি ও
ঐতিহ্য
২১/১০/১৭ সমাজকর্মের দশন ও ইতিহাস
২৫/১০/১৭ সমাজকর্ম ও মানবীয় মনোবিজ্ঞান
২৮/১০/১৭ অর্থনীতি ও উন্নয়ন
বিভাগঃ সমাজ বিজ্ঞান
০৯/১০/১৭ -স্বাধীন বাংলাদেশেরর অভ্যুদ্বয়ের
ইতিহাস
১৪/১০/১৭ -প্রারম্ভিক সমাজ বিজ্ঞান
১৮/১০/১৭ - সামাজি ইতিহাস ও বিশ্ব সভ্যতা
২১/১০/১৭ -রাজনৈতিক সমাজ বিজ্ঞান
২৫/১০/১৭ - সামাজিক সমস্যা
২৮/১০/১৭- রাজনৈতিক তত্ত্
বিভাগঃ রাষ্টবিজ্ঞান
০৯/১০/১৭ - স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের
ইতিহাস
১৪/১০/১৭ - রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন
১৮/১০/১৭ - পাশ্চাত্যের রাষ্টচিন্তা
২১/১০/১৭ - প্রধান প্রধান বৈদেশিক সরকার
২৫/১০/১৭ - লোক প্রশাসন পরিচিতি
০১/১১/১৭ - সমাজকর্ম পরিচিতি
বিভাগঃ English
09/10/17 - HEIB
14/10/17 - English Reading Skill
18/10/17 - English Writing Skill
21/10/17 - Introduction to Poetry
25/10/17 - Introduction to Porse : Fiction & Non -
Fiction
28/10/17 - Political Theory
01/11/17 - Social Work
04/11/17 - Sociology
বিভাগঃ বাংলা
০৯/১০/২০১৭- স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়ের
ইতিহাস
১৪/১০/২০১৭- বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি
১৮/১০/২০১৭- বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
২১/১০/২০১৭- বাংলা কবিতা ১
২৫/১০/২০১৭- বাংলা উপন্যাস ১
২৮/১০/২০১৭- সামাজকর্ম পরিচিতি
বিভাগঃ দর্শন
০৯/১০/১৭ - স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের
ইতিহাস
১৪/১০/১৭ -দর্শনের সমস্যাবলি
১৮/১০/১৭ -পাশ্চাত্য দর্শনের ইতিহাস প্রাঃ ও মধ্য
২১/১০/১৭ -সাধারন নীতিবিদ্যা
২৫/১০/১৭ - মনোবিজ্ঞান
২৮/১০/১৭ -রাজনৈতিক তত্ত্ব পরিচিতি
১১/১১/১৭ -সমাজকর্ম পরিচিতি
০৪/১১/১৭ -সমাজবিজ্ঞান পরিচিতি
বিভাগঃ গণিত
09/10/17 - HEIB
14/10/17 - Fundamentals of Mathematics
18/10/17 - Calculus I
21/10/17 - Linear Algebra
25/10/17 - Physics-I (Mechanics, Properties of
Matter, Waves
06/11/17 - Physics-II (Heat, Thermodynamics and
Radiation)
21/11/17 - Chemistry - 1
23/11/17 - Introduction to Statistics
বিভাগঃ পদার্থ বিজ্ঞান
০৯/১০/২০১৭- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের
ইতিহাস
১৪/১০/২০১৭- বলবিদ্যা
১৮/১০/২০১৭- বস্তুরধর্ম ও তরঙ্গ
২১/১০/২০১৭- তাপ ও তাপগতিবিদ্যা
২৫/১০/২০১৭- মৌলিক গনিত
১৪/১১/২০১৭- ক্যালকুলাস-১
২১/১১/২০১৭- রসায়ন-১
বিভাগঃ Botany
09/10/17 -HEIB
14/10/17 -microbiology
18/10/17 -mycolog
21/10/17 -phycology
12/11/17 -zoology (1)
21/11/17 -chemistry (1)
facabook

সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

কাজের ১০ সফটওয়্যার


শিক্ষাজীবনে ভালো করতে চাইলে কিংবা কর্মক্ষেত্রের প্রস্তুতি হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার জ্ঞান ও দক্ষতা বেশ গুরুত্বপূর্ণ। নিজেকে এগিয়ে রাখতে ছাত্রাবস্থায়ই কিছু কিছু সফটওয়্যারের কাজ শেখা শুরু করা উচিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেল, কোন কোন সফটওয়্যার সম্পর্কে কেন জানা ও শেখা জরুরি

১. লেখালেখির জন্য

মাইক্রোসফট ওয়ার্ড না শিখে, না জেনে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হওয়াই নাকি বৃথা, এমনটাই বললেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বিপাশা মতিন। তিনি বলেন, ‘যে বিষয়েই পড়ি না কেন, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে খুব ভালো ব্যবহারিক জ্ঞান থাকা জরুরি। দ্রুত টাইপিং আর লেখা সম্পাদনা থেকে শুরু করে বিভিন্ন গ্রাফিক্যাল ডেটাও মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দরভাবে উপস্থাপন করা যায়।’

২. প্রেজেন্টেশনের জন্য

বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক যে বিভাগেই পড়ুন না কেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি ও উপস্থাপন আপনাকে জানতেই হবে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের প্রভাষক বুশরা হুমায়রা জানান, এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় সব বিষয়ের কোনো না কোনো কোর্সে প্রেজেন্টেশন বাধ্যতামূলক থাকে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিজে না জানলে পরবর্তী সময়ে কর্মক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে।

৩. হিসাব-নিকাশে উপকারী

মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটির ব্যবহার ও প্রয়োগ জানা এখন বেশ গুরুত্বসহকারে দেখা হয়। একটা সময় ধারণা ছিল, মাইক্রোসফট এক্সেল শুধু ব্যবসা-বাণিজ্যপড়ুয়া শিক্ষার্থীদের জানা থাকলেই হলো। সময় এখন অনেক বদলেছে। বিজ্ঞান কিংবা বাণিজ্য যা-ই পড়ুন না কেন, তথ্য-উপাত্ত সঠিকভাবে সাজিয়ে উপস্থাপনের জন্য মাইক্রোসফট এক্সেল শেখা খুব জরুরি। মাইক্রোসফট এক্সেলের কাজ জানা থাকলে আপনি সেটি সিভিতেও যোগ করতে পারবেন।

৪. বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য

বিজ্ঞান, প্রকৌশল কিংবা গণিতে পড়ুয়াদের জন্য এমএটিল্যাব বা ম্যাটল্যাব সফটওয়্যার সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। ডেটা বিশ্লেষণ, অ্যালগরিদম তৈরি কিংবা গাণিতিক মডেল তৈরির জন্য ম্যাটল্যাব খুব কাজের। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট বার্মিংহামের সহযোগী অধ্যাপক ও কম্পিউটার বিজ্ঞানী রাগিব হাসান বলেন, ‘এখন বিশ্লেষণধর্মী পড়াশোনা ও গবেষণার গুরুত্ব বাড়ছে, কর্মক্ষেত্রেও তথ্য বিশ্লেষণ-অ্যালগরিদম নিয়ে কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। বিজ্ঞানের সব শিক্ষার্থীরই ম্যাটল্যাব সম্পর্কে জানা উচিত।’

৫. ছবি সম্পাদনা

প্রেজেন্টেশনে ভালো ছবি উপস্থাপনের জন্য কিংবা কর্মক্ষেত্রেও হঠাৎ ছবি সম্পাদনার কাজ প্রয়োজন হতে পারে। প্রেজেন্টেশনে আপনি যা বোঝাতে চাইছেন, ঠিক আপনার মনের মতো ছবি হয়তো গুগলে পাবেন না। অ্যাডোব ফটোশপের কাজ জানা থাকলে ছবিগুলো একটু সাজিয়ে নিতে পারবেন। এতে আপনার প্রেজেন্টেশন আরও আকর্ষণীয় হবে।

৬. ভিডিও সম্পাদনাও জরুরি

এখন শখের কাজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনেক অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টেও শিক্ষার্থীরা ভিডিওচিত্রের সাহায্য নেন। ভিডিও সম্পাদনা আর দৃষ্টিনন্দন ভিডিও ক্লিপ তৈরির জন্য প্রাথমিকভাবে মাইক্রোসফট মুভি মেকার দিয়ে কাজ চালানো যায়। আরেকটু ভালো মানের কাজের জন্য অ্যাডোব প্রিমিয়ারের মতো সফটওয়্যার শিখে নিতে পারেন।

৭. আঁকাআঁকি, নকশা ও গ্রাফিকস

টুকটাক নকশার কাজ নানা প্রয়োজনেই আমাদের করতে হয়। নিজের প্রয়োজনে অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ শিখে নিলে গ্রাফিকস-সংক্রান্ত বিভিন্ন কাজ বেশ সহজ হয়ে যায়। বিজ্ঞান ও স্থাপত্য বিষয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কম্পিউটার এইডেড ডিজাইন বা সিএডি সম্পর্কে ধারণা থাকা জরুরি। কর্মক্ষেত্রে নানান প্রজেক্ট আর গবেষণায় সিএডি ধরনের সফটওয়্যারগুলোর বিভিন্ন প্রয়োগ দেখা যায়। অটোক্যাড আর ভেক্টরওয়ার্কসও শিখে রাখতে পারেন।

৮. তথ্য গবেষণার জন্য

বাজার বিশ্লেষণ, গবেষণা ব্যাখ্যা কিংবা তথ্য বিশ্লেষণের জন্য এসপিএসএস স্ট্যাটিস্টিকস সফটওয়্যার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক সাবরিনা রহমানের বক্তব্য, ‘এসপিএসএস স্ট্যাটিসটিকস সফটওয়্যারটি বিশ্ববিদ্যালয়ে পড়ার শুরু থেকেই জানার চেষ্টা করা উচিত। এই সফটওয়্যারটির বহুমাত্রিক ব্যবহার শুধু বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নয়, যেকোন ব্যবসা-বাণিজ্যে প্রয়োগ করা হয়।’

৯. ব্যবসা-বিপণনে যা প্রয়োজন

যাঁরা ব্যবসা-বাণিজ্যে পড়ছেন কিংবা বিশ্ববিদ্যালয় জীবন শেষে নিজের উদ্যোগে ব্যবসা শুরু করবেন, তাঁদের জন্য হিসাববিজ্ঞান ও গ্রাহক সেবাসম্পর্কিত সফটওয়্যার জানা থাকা ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের শিক্ষক ও উদ্যোক্তা সাইমুম হোসেন বলেন, ‘এখন ব্যবসা-বাণিজ্য পুরোটাই অনলাইনে চলে এসেছে। এন্টারপ্রাইজ রিসোর্স সফটওয়্যার এসএপি, গ্রাহক সেবাসম্পর্কিত সফটওয়্যার সেলসফোর্স এবং অ্যাকাউন্টিংয়ের জন্য ট্যালি সফটওয়্যার সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকলে খুব ভালো।’

১০. আরও যা জানা জরুরি

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও রেফারেন্সিংয়ের জন্য এন্ডনোট সফটওয়্যারটি শিখে নিতে পারেন। নিজের পোর্টফোলিও বা জীবনবৃত্তান্ত নিখুঁতভাবে তৈরির জন্য অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার-এডিটর ও ফক্সিট পিডিএফ এডিটরের কাজ শিখলে তা আপনার উপকারে আসবে।