জানালায় দূরের আকাশ! অতটা উদাস তোমাকে কি মানায়? ফুলদানির ফুল হয়ে থেকো, আয়ুর স্বল্পতায় কিইবা যায় আসে। যতটুকুই সময় থেকো চারিদিক মুখরিত করে রেখো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন