শনিবার, ২৩ মার্চ, ২০১৯

ফেজ, নিউট্রাল এবং আর্থিং বা গ্রাউন্ড এর মাঝে বিস্তারিত পার্থক্য

আজ ফেজ, নিউট্রাল এবং
আর্থিং বা গ্রাউন্ড এর মাঝে
বিস্তারিত পার্থক্য জানবো।
ফেজ কে অনেকেই হট কন্ডাক্টার ও বলে
থাকেন। ফেজ এর মধ্যে ভোল্টেজ এবং
কারেন্ট থাকে।
নিউট্রাল এর মধ্যে মাত্র রিটার্ন
কারেন্ট থাকে। আর্থিং এর মধ্যে
ভোল্টেজ এবং কারেন্ট কোনটাই
থাকে না।
আর্থিং কে অনেক দেশে গ্রাউন্ডিং
বলে থাকে। অনেকের প্রশ্ন আর্থিং
কেনো করা হয়??? আজ এই প্রশ্নের
পরিস্কার ধারনা দিবো ইনশা আল্লাহ।
আরথিং করার উদ্দেশ্য হলো। লাইনে
কারেন্ট লিকেজ হলে তা যেন কোন রকম
বিপদ না ঘটিয়ে তারের মাধ্যমে
সহজে মাটিতে চলে যেতে পারে।
এখন প্রশ্ন আর্থ করা না হলে কি হতে
পারে?? অনেকেই আশা করি বুঝতে
পারছেন। আর্থ করা না হলে লিকেজ
কারেন্টের কারনে ডিভাইসটির বডি
ইলেক্ট্রিক চার্জ প্রাপ্ত হয় এবং সে
অবস্থানে কেউ আসলে শক প্রাপ্ত হয়। এমন
অবস্থায় ডিভাইস পুড়ে যাওয়ার ভয়
থাকে।
সাপ্লাই লাইনের নিউট্রাল তার ও
যন্ত্রের বডি উভয়ই আর্থ করা থাকলে
লিকেজ কারেন্ট আর্থিং এর মাধ্যমে
সার্কিট ক্লোজ হয়ে ফিউজ পুড়ে যেতে
বা সার্কিট ট্রিপ করতে সাহায্য করে
এবং সমস্ত ব্যবস্থাকে নিরাপদ রাখে।
নিউট্রাল এর মধ্যে শুধু কারেন্ট থাকে।
নিউট্রাল যদি না থাকে তাহলে
সার্কিট ক্লোজ হবে না মানে
সাপ্লাই প্রবাহিত হবে না।
ফেজ এর মধ্যে ভোল্টেজ এবং কারেন্ট
দুটোই থাকে এবং ডিভাইজের মধ্যে
ভোল্টেজ ড্রপ হয় এবং কারেন্ট
নিউট্রাল এর মধ্যে দিয়ে প্রবাহিত
হয়ে সিস্টেমকে সচল রাখে।
ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন