চকবাজার ট্রাজেডি নিঃসন্দেহে একটি শোকের কাহিনী। কিন্তু এই ট্রাজেডি নিয়ে তথ্যপ্রযুক্তির যুগে ফেইসবুক পেইজের অ্যাডমিন গুলো লেইম লেইম যুক্তি উক্তি ছড়াচ্ছে শুধুমাত্র কয়েকটা শেয়ার আর লাইক পাবার জন্যে। তারা শুধুমাত্র পেইজ রিলেটেড ঘটনা গুলোই ছড়াচ্ছা বাকি যারা আহত তাদের খবর নাই বললেই চলে।
ভালোবাসা কিংবা আবেগি পেইজঃ তাদের এখানে শুধুমাত্র আসছে গর্ভবতী মা আর তার স্বামীর ঘটনা। বাংলার সব থেকে প্রকৃত ভালোবাসা। যেখানে আমরা জানি ই না ভিতরে কি হয়েছিলো। বাচার জন্যে ছুটে ছিলো নাকি দরজা খোলার আগেই পুড়ে ছাই হয়েছে। আমরা জানি না। ৭০ জন মারা গেছে তাহলে আগে বুঝুন। বাইরে বের হওয়ার মতো কেউ সময় ই পাইনি। আবেগি পেইজগুলো মাঝে মাঝে দিচ্ছে বাবার বিরিয়ানি আনতে যাওয়ার খবর।
বন্ধুত্বের পেইজ বা গ্রুপঃ এদের টপিক চার বন্ধু। সবাই আড্ডা দেয়। আমিও দেই। তবে এই সময়ে তারা কি ব্যাপারে আড্ডা দিচ্ছে আমার ধারণা নেই। শীতের এতো সকালে এখানে কি করছিলো তারা? আমি জানি না।
ইসলামিক লেইম যুক্তি দেওয়া পেইজঃ টপিক, মসজিদের আরবি লেখা পুড়ে নি। কত দুরত্বে মসজিদ ছিলো জানেন? বাসা বাড়িতে আসবাবপত্র আর অনেক কাপড় থাকে। গ্যাস সিলিন্ডার থাকে। এগুলো মসজিদে থাকার সম্ভাবনা কম। টাইলস করা লেখা কিভাবে পুড়বে জানি না। কাগজে আগুন যে কেউ মাটিতে ফেলে নিভাইছে সেইটা দেখলেই বোঝা যাচ্ছে। এতো কাল এতো যায়গায় এতো ধর্মের বই মানুষ পুড়াইলো সেখানে সৃষ্টিকর্তা কোনো প্রমাণ দেয় নি, চক বাজারে সৃষ্টিকর্তা প্রমাণ দিলেন। ধর্ম প্রমাণ দেখে বিশ্বাস নয়, বিশ্বাসেই বিশ্বাস করতে হয়।
সরকার বিরোধী পেইজঃ এরা শুধু খুজবে সরকারের দোষ। ক্যামিকেল ফ্যাক্টরি থাকবে ক্যানো, ফায়ারসার্ভিস আধাঘণ্টা সময় লাগাবে ক্যানো, উদ্ধার করতে সময় লাগবে ক্যানো, ব্লা ব্লা ব্লা। ক্যামিকেল ফ্যাক্টরিটা তো আজকের নয়। এতো কাল কই থাকেন?
সরকারি পেইজঃ এরা শুধু নিজেদের নির্দোষ প্রমাণ আর কারখানার মালিক কোন দলেই এইটা খুজবে। তারপর তদন্ত। কয়েক লাখ টাকা জরিমানা তার সাথে সেল্ফি। তদন্ত ধামাচাপা। কেস সলভ। বাংলাদেশে একটা জিনিশ দেখলাম। প্রায় সব ট্রাজেডি দ্বিতীয় বার ঘটার সম্ভাবনা আছে। রানা প্লাজা, ড্রেনে পরে শিশুর মৃত্যু সব আবার ঘটার সম্ভাবনা আছে। এগুলো আগে তদন্ত করেন। কয়েকটা মানুষ বাচতে পারে।
৭০ জন মারা গেছে। চিন্তা করেন, ৭০ জন। কয়েকটা ঘটনার অংশ দিয়ে লেইম লেইম যুক্তি উক্তি দেওয়া বন্ধ করুন। আমরা সবাই শোকায়ীত। আমি জানি না ভিতরে কি হয়েছিলো। হয়তো আপনারা ঠিক নয়ত আমি ঠিক। সম্ভাব্য যা হতে পারে তাই বলছি। ঘটনার অংশগুলো দিয়ে শুধুমাত্র শেয়ার লাইক পাবার ইচ্ছে থাকলে বিরত থাকুন। কেউ যদি মনে করেন আমিও লাইক শেয়ার পাবার জন্যে লিখছি "অনুরোধ করছি, কেউ লাইক করবেন না"। আজ শুক্রবার। নিহত আহতদের জন্যে দোয়া করবেন। চক বাজারে আকাশে এখনো রক্ত পোড়ার গন্ধ।
#চকবাজার_ট্রাজেডি
#সৌরভ
শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯
চক বাজার ট্রাজেডি বনাম ফেইসবুক পেইজ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন