প্রশ্ন: কোন জেলাটিতে বাংলাদেশের প্রায় ৬৪টি
জেলার বৈশিষ্ট্য বিদ্যমান?
উত্তরঃ হবিগঞ্জ!
প্রাউড ফর হবিগঞ্জিয়ান!!
------------------------------
যাই হোক কিভাবে হবিগঞ্জ জেলাটিতে
বাংলাদেশের প্রায় ৬৪টি জেলার বৈশিষ্ট্য বিদ্যমান তা জেনে নেওয়া যাক!
হবিগঞ্জ জেলাটি ৯টি উপজেলার সমণ্বয়ে গঠিত (আগের ৮টি আর সদ্য গঠিত ১টি-শায়েস্তাগন্জ)। এই জেলাতে একদিকে
রয়েছে পাহাড় অন্যদিকে রয়েছে নদী, হাওড়,বিলঝিল। একদিকে রয়েছে রেল লাইন, সড়ক পথঅন্যদিকে পানি পথে প্রায় ১২ মাসই চলে নৌকা,স্টীমার লঞ্চ।
পাহাড়ী এলাকায় রয়েেছ চা বাগান,
রাবার, আনারস, লেবু, অন্যদিকে সমতল ভুমিতে
ফলে ধান, চা, গম, আলু, পাট, চীনাবাদাম, তাম্বুল এবং
তৈল বীজ। পাহাড়ী এলাকায় আরও রয়েছে কাঁচবালি
আর হাওড় বিলে রয়েছে কৈ, পাবদা, টেংরা, শিং, মাগুর
সহ বিভিন্ন প্রকারের সুস্বাদু মাছ। মৎস খামার , গরুর
খামার তো রয়েছেই। জেলাটির এমন জায়গা
রয়েছে যেখানে কোন সময়ই বন্যার পানি
পৌছেনি আবার কিছু জায়গা রয়েছে যেখানে
বছরের ১২ মাসই নৌকায় চলতে হয়!
কি এখনও ইতস্তবোধ করছেন! কিভাবে প্রায় ৬৪টি
জেলার বৈশিষ্ট্যের সাথে মিলল? তাহলে শুনুন-এই
জেলাতে রয়েছে ২টি গ্যাস ফিল্ড, ৫টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। প্রাণআরএফএল ৬২টি ছোট বড়
কারখানা মিলে তৈরি করেছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। শুধু
প্রাণ গ্রুপের কারনেই কি হবিগন্জকে শিল্প নগরী
বলে ফেলতে হবে? তবে এবার শুনুন-স্কয়ার
টেক্সটাইল, স্কয়ার ডেনিমস, আরএকে পেইন্ট, স্টার
সিরামিক, চারু সিরামিক, বাদশা গ্রুপ, নাহিদ গ্রুপ,আহসান গ্রুপ,যমুনা গ্রুপ, সায়হাম গ্রুপ
সহ প্রায় ৪০-৫০টি লিডিং বিজনেস গ্রুপ হবিগঞ্জে শিল্প স্থাপন করেছে,এবং রয়েছে
আজমিরিগঞ্জের ফিস ইন্ডাস্ট্রিজ, এছাড়া
আরো অনেক ছোট ছোট কোম্পানী রয়েছে।
কুটির শিল্পঃ ওয়েভিং, বাঁশের কাজ,
স্বর্ণকার, কর্মকার, কুমার, সেলাই এবং ওয়েল্ডিং সব
কিছুতেই রয়েছে বৈচিত্র্যতা।
একদিকে যেমন রয়েছে শিল্পনগরের আধুনিক
চাল-চলন, কালচার, ডিজুস পোলাপাইনের আধুনিক গান,
অন্যদিকে হাওড়, বাওর গ্রামের সাধারণ মানুষে সহজ,
সরল চাল চলন ও ভাটিয়ালি গান।
সুতরাং একক জেলা হিসেবে হবিগঞ্জ সত্যিই একটি
বৈচিত্র্যময় জেলা যাকে দেখলে বাংলাদেশ দেখা
হয়ে যাবে, এ যেন বাংলাদেশের এক জীবন্ত
ছবি, ছোট্ট এক টুকরো সবুজ বাংলাদেশ!!
আমি হবিগঞ্জ জেলার হয়ে গর্ব করি.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন