সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

আব্বাসি খলিফা মুতাসিম বিল্লাহ'র শাসন আমল

আব্বাসি খলিফা মুতাসিম বিল্লাহ'র শাসন আমল....
একজন মুসলিম রমনী কাফিরদের হাতে বন্দী হল এবং এক কাফির ব্যক্তি এই নারী বন্দিনীকে থাপ্পড় মারল ! মুসলিম রমনী ক্ষোভে-অপমানে চিৎকার করে বলতে লাগল, খলিফা মুতাসিম… তুমি কোথায় ? খলিফা মুতাসিম… তুমি কোথায় ?
তার এই কথা শুনে কাফির ব্যক্তিটি অট্টহাসিতে ফেটে পড়ল।সে ব্যঙ্গ করে বলল, অবশ্যই তোমার মুতাসিম সাদা-কালো ঘোড়া নিয়ে তোমাকে উদ্ধার করতে আসবে !
এই খবরটি মুসলিম জাহানের খলিফা মুতাসিম বিল্লাহ'র কানে পৌঁছে গেল।তিনি সতের হাজার সাদা-কালো ঘোড়া সংগ্রহ করলেন এবং অভিযানে নেতৃত্ব দিলেন স্বয়ং নিজে।মুতাসিমের ফৌজ তুফান বেগে ছুটে চলল,তীব্র আঘাতে কাফির বাহিনী সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
ঘটনাক্রমে জীবিত থাকা বন্দী কাফের সৈন্যদের মধ্যে উপহাসকারীও ছিল,তাকে খলিফার সামনে আনা হল।ঐ নির্যাতিতা মুসলিম রমনীকেও আনা হয়।খলিফা মুতাসিম বিল্লাহ মুসলিম রমনীকে বললেন, ঐ ব্যক্তিকে বল,মুতাসিম এসেছে এবং সাদা আর কালো ঘোড়া নিয়েই তোমাকে উদ্ধার করতে এসেছে। (আল বিদায়া ওয়া আন নিহায়া)
আজ কি খলিফা মুতাসিমের মতো একজনও শাসক নেই? সারা বিশ্ব যখন তথাকথিত নারী দিবস পালনে ব্যস্ত তখন নপুংশক ইসরাইলি আর্মির হাতে আমার ফিলিস্তিনি বোনরা লাঞ্ছিত হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন