আসামে ভারত বিরোধী মুভমেন্ট প্রতিনিয়ন জোরদার হচ্ছে। সেই সাথে শক্তিশালী এবং সুগঠিত হয়ে উঠছে আসামের স্বাধীনতাকামী সসস্ত্র সংগঠন "ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)"।
গতবছর আসামের ৪০লক্ষ বাঙালী নাগরিকের নাগরিকত্ব অবৈধ ঘোষণা করে তাদেরকে উচ্ছেদের প্রচেষ্টা চালানোয় আসামের বাঙালী কমিউনিটিতে ভারত বিরোধীতা আরো প্রবল হয়ে উঠেছে। আসামের জনসংখ্যার হিসেবে তাদের সংখ্যা মোট জনসংখ্যার ৩০%। ভারত সরকার এই ৪০লক্ষ বাঙালীকে বাংলাদেশে অধীবাসিত করার জোর কুটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তবে ভারত চাপিয়ে দিলেও ৪০লক্ষ জনগনকে গ্রহনের মত অবস্থা বাংলাদেশের নেই। ফলে দুদেশের সীমান্তে পরে থেকে মৃত্যু নিশ্চিত জেনে আসামের বাঙালীরা সসস্ত্র প্রতিরোধের দিকে ধাবিত হচ্ছে।
আসামের মোট জনসংখ্যা প্রায় ৪ কোটি। ৪৮% অসমিয় ভাষীই হচ্ছে আসামের প্রধান এবং বৃহত্তর জনগোষ্ঠি। অসমীয়দের মাঝেও ভারত বিরোধীতা প্রতিনিয়ত বেড়ে চলছে। স্বাধীনতাকামী সংগঠন "উলফা" এদেরই সৃস্টি। যদিও জাতিগত ভাবে অসমীয়রা বাঙালীদের পছন্দ করেনা, তবে ভারত বিরোধীতার ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ।
অদ্ভুত হলেও সত্য হলো স্বাধীনতার প্রায় ৭০ বছর পার হলেও আসামের অধীবাসিরা ভারতীয় নাগরিকত্ব পায়নি ভারতীয় নাগরিকত্ব পেতে আসামে গত বছর আবেদন করেন প্রায় ৩ কোটি ২৯ লাখ মানুষ। ১ জানুয়ারি প্রথম দফায় এক কোটি ৯০ লাখ মানুষকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে এনআরসি তালিকা প্রকাশ করা হয়। কিন্তু এরই মাঝে দেড় লাখ জনগনের নাগরিকত্বের আবেদন বাতিল করে দিয়েছে সরকার।
এদিকে আসামের জনগনের নাগরিকত্বের উপর বিভিন্ন ধরনের শর্তারোপ করে একটি বিল পাস করতে যাচ্ছে দিল্লি সরকার। আসামে যদি এই নাগরিকত্ব সংশোধন বিল পাস হয় তাহলে ভারত থেকে আসামকে স্বাধীন করার হুমকি দিয়েছেন আসামের কৃষক মুক্তি সংগ্রাম সমিতি(কেএমএসএস)। এই সংগঠনটিও পুরোপুরি আদি অসমীয় নাগরিকদের। অর্থাৎ জাতী,ধর্ম নির্বিশেষে আসামের সমস্ত জনগন এখন প্রচন্ড ভারত বিরোধী।
ভারতের মানচীত্র খেয়াল করলে দেখবেন, আসাম যদি স্বাধীন হয়ে যায় তাহলে ভারতের মেঘালয়,অরুনাচল, ন্যাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যগুলো ভারতের মেইন ল্যান্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে (পুর্ব-পশ্চিম পাকিস্তানের মত)। সেই সাথে মেঘালয় রাজ্যটি বাংলাদেশ এবং আসামের ভেতর পুরোপুরি ল্যান্ডলক হয়ে পরবে। অরুনাচল প্রদেশ এবং চিকেন নেক নিয়ে চীন বহুদিন ধরেই ভারতকে দৌড়ের উপর রেখেছে। আসাম মুক্ত হলে চীনের অরুনাচল প্রদেশ দখল করা হবে সময়ের ব্যাপার মাত্র। সেই সাথে মেঘালয় রাজ্য বাংলাদেশ অথবা আসামের দখলে যাওয়াও প্রায় নিশ্চিত...(মেঘালয় রাজ্যের জনসংখ্যা মাত্র ৩০ লক্ষ)
(Wings Of Aviations)
সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
যেকোনো সময় ভেঙে যেতে পারে ভারত, স্বাধীন হবে আসাম....
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন